‘করোনায় আক্রান্ত বিদেশি যাত্রীদের কোয়ারেন্টিন নিজ ব্যবস্থাপনায়’

মেডিভয়েস রিপোর্ট: বিদেশ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক যাত্রীদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যসচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপকরণ বিএফ-৭। এমতাবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাঁদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেন্টিনে থাকতে হবে। এর জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।’
চিকিৎসাব্যবস্থার প্রস্তুতি আছে জানিয়ে ড. আনোয়ার হোসেন বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’
-
১৮ ঘন্টা আগে
-
১৬ মার্চ, ২০২৩
-
১৫ মার্চ, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
০২ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩