ডা. নুসরাত সুলতানা লিমা

ডা. নুসরাত সুলতানা লিমা

সহযোগী অধ্যাপক (ভাইরোলজি),
পিএইচডি গবেষক (মলিকুলার বায়োলজি),
ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স এন্ড হেল্থ ইনিশিয়েটিভস। 


২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:৫৬ পিএম

ওমিক্রনের উপধরন বিএফ.৭: আমরা কি প্রস্তুত?

ওমিক্রনের উপধরন বিএফ.৭: আমরা কি প্রস্তুত?
ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলের মাঝা মাঝি সময় শুধু চীনেই মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

চীনে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ওমিক্রনের উপধরন বিএফ.৭। এ ভাইরাস মারাত্মক সংক্রমণশীল ও এর সুপ্তকাল অনেক কম হওয়ায় এটি অল্প সময়ে অধিক মানুষকে আক্রান্ত করার ক্ষমতা রাখে।

চীনে বিদ্যুৎ গতিতে বাড়ছে বিএফ.৭ আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলের মাঝা মাঝি সময় শুধু চীনেই মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। পুরো বছরে এ সংখ্যা হতে পারে ১৬ লাখ।

ইতিমধ্যে এই উপধরণটি ভারতে চলে এসেছে, ফলে বাংলাদেশে যে কোন সময়ে প্রবেশ করার আশঙ্কা প্রবল। উদ্বেগের বিষয়, চীন থেকে আসা চারজনের দেহে কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে, আমরা কি প্রস্তুত?

প্রসঙ্গত, সম্প্রতি চীনে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যায়। সেখানে প্রতিদিন লাখ লাখ লোক করোনায় আক্রান্ত হচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। নতুন করে আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে করোনার ক্ষতিকর ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরন শনাক্ত হয়েছে। এটি খুব দ্রুত ছড়ায় এবং এতে মৃত্যুর আশঙ্কাও বেশি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত