২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৬ পিএম

বিএসএমএমইউতে জার্নাল অফিস উদ্বোধন

বিএসএমএমইউতে জার্নাল অফিস উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের দ্বিতীয় তলায় জার্নাল অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভিসি প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জার্নাল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের দ্বিতীয় তলায় জার্নাল অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভিসি প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএসএমএমইউর বর্তমান প্রশাসন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণায় সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা আরো বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। গবেষণায় আগ্রহী করতে এখানকার শিক্ষক শিক্ষার্থীদের জন্য গবেষণা পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিক্ষকদের পদোন্নতিসহ আপগ্রেডের জন্য প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক গবেষণা বাধ্যতামূলক করা হয়েছে।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, গবেষণায় বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২২ কোটি ৪০ লক্ষ টাকা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যগবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে সমঝোতা স্মারক স্বাক্ষর অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের এখানকার শিক্ষক চিকিৎসকরা পেশাগত জীবনে দক্ষ হয়ে ওঠেন। আমরা চাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নাল ইনডেক্সিং হোক। সবকিছু ঠিকঠাক থাকলে যেভাবে কাজ এগুচ্ছে তাতে বলতে পারি, আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যেই বিএসএমএমইউ জার্নাল ইনডেক্সিং হয়ে যাবে। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রয়োজন। আশা করি, সবাই সহযোগীতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম,  সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক,  প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন,  অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফখরুল ইসলাম খালেদ ও মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক