২৭ ডিসেম্বর, ২০২২ ১০:৫৫ এএম

বিমানবন্দরে ৪ চীনা নাগরিকের করোনা শনাক্ত

বিমানবন্দরে ৪ চীনা নাগরিকের করোনা শনাক্ত
স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে সারা দেশে বিশেষ করে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে।

মেডিভয়েস রিপোর্ট: চীন থেকে বাংলাদেশে আসা চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই চীনা নাগরিক।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাহমিনা শিরিন বলেন,  শাহজালাল বিমানবন্দরে এ চারজনের করোনা শনাক্ত হয়। এরপর তাদের নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনও আমরা হাতে পাইনি। ফলে এরা ওমিক্রনের নতুন উপ-ধরনে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়।

নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে শিরিন বলেন, পরীক্ষার ফল এলে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি চীনে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যায়। সেখানে প্রতিদিন লাখ লাখ লোক করোনায় আক্রান্ত হচ্ছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। নতুন করে আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে করোনার ক্ষতিকর ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট বা উপ-ধরন শনাক্ত হয়েছে। এটি খুব দ্রুত ছড়ায় এবং এতে মৃত্যুর আশঙ্কাও বেশি।

নতুন উপধরনটি চীন থেকে ভারতেও ছড়িয়ে পড়েছে। তাই বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে দ্রুত এটি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে সারা দেশে বিশেষ করে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। বিদেশ থেকে আসা নাগরিকদের স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সাধারণ নাগরিকদের আবারও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক