২৬ ডিসেম্বর, ২০২২ ০৬:৫৪ পিএম

মিডওয়াইফারির ৪৬ নার্সকে বদলি ও পদায়ন

মিডওয়াইফারির ৪৬ নার্সকে বদলি ও পদায়ন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৬ জন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বদলি ও পদায়ন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা-১ শাখার ২৬.১২.২০২২ খ্রি: তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০০৮.২২-৪০৯ নং স্মারক পত্রের আলোকে নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্সগণকে ৪র্থ কলামে উল্লেখিত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নির্দেশক্রমে পারস্পরিক বদলি/পদায়ন করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি), উপসচিব নার্সিং সেবা-১/২), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত