২৬ ডিসেম্বর, ২০২২ ০৬:২৩ পিএম

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৭৮ 

চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৭৮ 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮জন। আর আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১২৭ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে ৬৩ জন চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮জন। আর আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১২৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯৯ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২৩ হাজার ২৮ জন।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৪৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২৪৩ জন ও ঢাকার বাইরে ২০৪ জন ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬৮৫ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৭১৭ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক