সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

মেডিভয়েস রিপোর্ট: শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ রোববার (২৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।
একই দিন বিকেলে নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোয়ানী, নীলফামারী এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো.ফয়জুর রহমান দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।