২৩ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৩ পিএম

আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫১৬ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৪ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ১২ জন চিকিৎসাধীন আছেন।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ২৮৭ জন ও ঢাকার বাইরে ২২৯ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৭০ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯১৩ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৯৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৫১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৫৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক