২৩ ডিসেম্বর, ২০২২ ০৪:০৭ পিএম

অনিয়মের অভিযোগে নওগাঁ ইসলামিয়া ক্লিনিক বন্ধ

অনিয়মের অভিযোগে নওগাঁ ইসলামিয়া ক্লিনিক বন্ধ
সম্প্রতি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

মেডিভয়েস রিপোর্ট: অনিয়মের অভিযোগে নওগাঁ জেলার ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ট জেনারেল হাসপাতাল (ইসলামিয়া ক্লিনিক) বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

এদিকে সিভিল সার্জন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামিয়া ক্লিনিকে ওটি বয় দ্বারা অপারেশনের (সিজার) অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্তের জন্য সিভিল সার্জন নওগাঁ কার্যালয়ের স্মারক নং সিএস/নওগাঁ/২২/২৮/২৭০৯ তারিখ ৩০ অক্টোবর ২০২২ তারিখ মোতাবেক তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরিলক্ষিত হয়-

১. ওটি বয় মো. আব্দুস সোবহান অপারেশন কাজে সার্জনের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছে, যা বিধি সম্মত নয়।

২. ওটি রেজিস্টারে অ্যানেসথেসিয়া ডাক্তারের নাম উল্লেখ থাকলেও অপারেশনের সময় কোনো অ্যানেসথেসিয়া ডাক্তার ছিল না। অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়াই অপারেশন করা হয়েছে।

৩. রোগীর ছাড়পত্র নন-মেডিকেল ব্যক্তি দ্বারা প্রদান করা হয়, যা বিধি সম্মত নয়।

৪. ক্লিনিক অপারেশনের ব্যাপারে তদন্ত কমিটিতে কিছু মিথ্যা তথ্য প্রদান করেছে।

এতে আরও বলা হয়, অনিয়মের কারণে ইসলামিয়া ক্লিনিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক