২২ ডিসেম্বর, ২০২২ ০৬:০০ পিএম

রেসিডেন্সি কোর্সে প্রার্থীদের মূল সনদ যাচাইয়ের সূচি প্রকাশ 

রেসিডেন্সি কোর্সে প্রার্থীদের মূল সনদ যাচাইয়ের সূচি প্রকাশ 
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি ফেইজ-এ কোর্সে ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য মূল সনদ যাচাই-বাছাই করা জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ,ডেন্টাল কলেজ এবং ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এ কোর্সে ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ, সরকারি কোটায় নির্বাচিত এবং সামরিক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য মূল সনদ নিমোক্ত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সরকারি, বেসরকারি, বিএসএমএমইউ, সামরিক প্রর্থীদের নিম্ন বর্ণনা মোতাবেক সময়সূচি অনুযায়ী সকল মূল সনদসহ এই বিশ্ববিদ্যালয়ে এ ব্লকস্থ, ২য়তলায় (অডিটেরিয়ামে) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

সার্জারি অনুষদ

বিএসএমএমইউ উত্তীর্ণ শিক্ষার্থীদের ১,২ ও ৩ জানুয়ারি। আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩ ও ঢাকা মেডিকেল কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৪ জানুয়ারি। শেখ হাসিনা ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি, চট্টগ্রাম মেডিকলে কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ জানুয়ারি। বারডেম একাডেমী, স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ, ও রাজশাহী মেডিকেল কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের ৭ জানুয়ারি।  সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, এনআইসিভিডি, রংপুর মেডিকেল কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হসপিটাল ও আইসিএমএইচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ জানুয়ারি। ইনস্টিটিউট অব কমিউনিটি অফথ্যালমোলজি চট্টগ্রাম, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট, লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল ঢাকা, এন আই ও, নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনটি, বিআইসিএইচ, এনআইসিআরএইচ, এনআইডিসিএইচ ও এনআইকেডিইউ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৯ জানুয়ারি সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

মেডিসিন অনুষদ 

বিএসএমএমইউ ১০, ১১, ১২ জানুয়ারি। ঢাকা মেডিকলে কলেজ ১২ জানুয়ারি। স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী মেডিকেল কলেজ ১৪ জানুয়ারি। সিলেট ওসমানী মেডিকেল কলেজ, রংপুর মেডিকলে কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বারডেম একাডেমি, ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল, এনআইসিভিডি, এনআইডিসিএইচ, এনআইসিআরএইচ, এনআইকেডিইউ, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫ জানুয়ারি। এনআইএমএইচ, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, এনআইএনএস এন্ড এইচ, আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৬ জানুয়ারি সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

পেডিয়াট্রিকস্ অনুষদ

বিএসএমএমইউ ঢামেক, স্যার সলিমুল্লাহ, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ জানুয়ারি। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ওসমানী, এনআইসিভিডি, এনআইকেডিইউ, আইসিএমএইচ, আইসিএমএইচ, বিআইসিএইচ, চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল ও আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৯ জানুয়ারি সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

ডেন্টাল অনুষদ

বিএসএমএমইউ,ঢামেক, ঢাকা ডেন্টাল কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২১ জানুয়ারি সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদ

বিএসএমএমইউ উত্তীর্ণ শিক্ষার্থীদের ২২ জানুয়ারি। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, বারডেম একাডেমি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৩ জানুয়ারি সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। 

‘প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমানের মূল সনদ, এমবিবিএস/বিডিএস’র মূল সনদ, বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিট্রেশনের মূল সনদ (হালনাগাদ), ইন্টার্নশিপের মূল সনদ, মূল মাইগ্রেশন সনদ, কর্মরত থাকলে চাকরি থেকে অব্যাহতিপত্র, চাকরিস্থল থেকে অনাপত্তিপত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অথবা সিভিল সার্জন কর্তৃক দুই বছর চাকরি সম্পন্নের প্রত্যয়নপত্র (সরকারী প্রার্থীর ক্ষেত্রে) অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল অনুষদের ডিন, চেয়ারম্যান সকল বিভাগ, অতিরিক্ত রেজিস্ট্রার, ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত