২১ ডিসেম্বর, ২০২২ ১০:২৮ এএম
চমেক হাসপাতালে ৩ দালাল গ্রেপ্তার

হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রোগীর স্বজনদের তাদের কাছ থেকে ওষুধ কিনতে এবং নির্ধারিত রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা করাতে বাধ্য করেন।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশের উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার সোহেল রানা (২৪), বাদুরতলা এলাকার মো. ইমন (২৪) ও আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির ইমতিয়াজ আহমেদ (২১)।
এসআই নূরে আলম আশেক বলেন, হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রোগীর স্বজনদের তাদের কাছ থেকে ওষুধ কিনতে এবং নির্ধারিত রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা করাতে বাধ্য করেন। এক মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন