ইনসাফ বারাকাহ হাসপাতালে ৪ হাজার পরিবর্তে ১২শ‘ টাকায় মেডিকেল ক্যাম্প

মেডিভয়েস রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠানটিতে পাঁচটি পরীক্ষা করাতে ব্যয় হবে মাত্র ১২শ‘ টাকা। যা আগে খরচ হতো ৩-৪ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাসপাতালটির সহকারী সাধারণ ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান বলেন, আগ্রহীদের ১৭-৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন ও হোল অ্যাবডোমেন আল্ট্রাসনোগ্রাম) মাত্র ১২শ‘ টাকায় করা যাবে। পাশাপাশি ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড় (ম্যাটেরিয়ালস ছাড়া) থাকবে। এ ছাড়া প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হবে।
তিনি বলেন, বিশেষজ্ঞ সার্জন দ্বারা পাঁচজন হতদরিদ্র পরিবারের শিশুর সুন্নাতে খৎনা (মুসলমানি) ফ্রি করা হবে। এ ছাড়া অন্যদের মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া পাঁচ হাজার টাকায় সুন্নাতে খৎনা করানো হবে।
যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগী দেখবেন
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মেডিসিন, এ্যাজমা, শ্বাসকষ্ট ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ (অবঃ) অধ্যাপক ডা. শেখ আব্দুল ফাত্তাহ্, ঢাকা মেমোরিয়াল কলেজ ও হাসপাতালের মেডিসিন, লিভার, পরিপাকতন্ত্র ও গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ (অবঃ) অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আরীফ, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ল্যাপারোস্কপিক, জেনারেল, কলোরেকটাল, হেপাটোবিলিয়ারি বিশেষজ্ঞ ও সার্জন ডা. হরিদাস সাহা (প্রতাপ), সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি, মুত্রনালী, মূত্রথলী, প্রোস্টেট, ইউরোলজি বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. মো. ফারুক হোসেন শেখ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম, যৌন, এলার্জি ও লেজার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আরীফ, আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. খাদিজা বেগমসহ আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
আগ্রহীদের নিচের নম্বরে কল করে রোগীর নাম রেজিস্ট্রেশন করতে হবে। যোগাযোগের নম্বর : ০১৯৭৮০৯৮০৮৮, ০১৭১৬৩০৬৬৩১, ০৯৬১৩৪৪৫৫৪৪।