মেডিকেল অফিসার নিয়োগ দিবে সিআইএমসিএইচ

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন বিভাগে প্রশিক্ষণার্থী মেডিকেল অফিসার নিয়োগ দিবে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপতালে (সিআইএমসিএইচ)।
সোমবার (১২ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিসিন, অবস এন্ড গাইনি, সার্জারি, পেডিয়্যাট্রিকস, এনেস্থেশিওলজি, ডার্মাটোলজি ও ইনটি বিভাগে এক বছরের জন্য প্রশিক্ষণার্থী মেডিকেল অফিসার নিয়োগ করা হবে।
যোগ্যতা
এমবিবিএস পাস
বিএমডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন
এফসিপিএস পার্ট-১ সম্পন্নকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষার তারিখ
২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, নিয়োগপ্রাপ্ত ট্রেইনি মেডিকেল অফিসারদেরকে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ভাতা প্রদান করা হবে।
-
২৭ জুলাই, ২০২১