ঢামেকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অপর পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢামেক মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক মেডিভয়েসকে বলেন, ঢামেক হাসপাতালের অপর পাশের ফুটপাতে অজ্ঞাত এক মরদেহ পড়ে ছিল। মরদেহ কোনো স্থানে পড়ে থাকলে, এটার দায়িত্ব পুলিশের। আমরা জানতে পেরেছি শাহবাগ থানা মরদেহটি উদ্ধার করেছে।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস জানান, ৯৯৯-এর কলের মাধ্যমে ঢামেকের বাইরে ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে বলে খবর পায় পুলিশ। সেখানে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, ওই নারীর কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি। তবে অসুস্থ অবস্থায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।
-
১১ জুন, ২০২২