মা ও শিশু মৃত্যু হার কমাতে ওজিএসবি’র অবদান রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: মা ও শিশু মৃত্যুর হার কমাতে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) অবদান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওজিএসবির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যখাতে ৭০ ভাগ নারী চাকরি পাচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আছেন। আমরাও চেষ্টা করেছি মা-বোনেরা যেন এগিয়ে থাকে এবং ভালো থাকেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য মাতৃ মৃত্যু কমাতে হবে। শিশু মৃত্যু ১২ শতাংশের নিচে আনতে হবে।’
এ লক্ষ্যে প্রতিটি হাসপাতালে মা ও শিশুদের জন্য পৃথক ৩০ শয্যা রাখা হবে বলে জানান জাহিদ মালেক।
ওজিএসবি’র সুবর্ণ জয়ন্তির এ বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্য সূচকের মূল অবদান আপনাদের (ওজিএসবি’র)। এ সংগঠনের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।’
অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) শাহান আরা বানু, ওজিএসবির সাবেক সভাপতি ডা. টিএ চৌধুরী, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ডা. কাজী দ্বীন মোহাম্মদসহ প্রমুখ।
