০৬ ডিসেম্বর, ২০২২ ০৬:২২ পিএম

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৬৯

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৬৯
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ হাজার ৭১১ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৬৪৭ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৬৪ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৫৮ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩৪ জন ও ঢাকার বাইরে ১৩৫ জন চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ২২৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৭১৯ জন ও ঢাকার বাইরে ৫০৮ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৫২৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২১ হাজার ৬৭২ জন।

এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ হাজার ৭১১ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৬৪৭ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৬৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক