৩০ নভেম্বর, ২০২২ ০৭:৩১ পিএম

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি: স্বাস্থ্যে ৫৩৯ জনসহ ২৩০৯ নিয়োগ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি: স্বাস্থ্যে ৫৩৯ জনসহ ২৩০৯ নিয়োগ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হবে।

মেডিভয়েস রিপোর্ট: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ বিসিএসে ৫৩৯ চিকিৎসকসহ নেওয়া হবে ২ হাজার ৩০৯ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা। 

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো।’

৪৫তম বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।  প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, কর ক্যাডারে ৩০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক