২৯ নভেম্বর, ২০২২ ১০:০৬ এএম
ফৌজদারহাট নার্সিং কলেজের 

পোস্ট বেসিক বিএসসি ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের মেয়াদ বৃদ্ধি

পোস্ট বেসিক বিএসসি ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের মেয়াদ বৃদ্ধি
চট্টগ্রাম ফৌজদারহাট নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সের শিক্ষার্থীদের সংযুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম ফৌজদারহাট নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সের শিক্ষার্থীদের সংযুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

সোমবার (২৮ নভেম্বর) অধিদপ্তরের শিক্ষা শাখার পরিচালক (উপসচিব) মো. রাশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, এ অধিদপ্তরের শিক্ষা শাখার ২৩/০৬/২০১৯ খ্রি. তারিখের ৩৯৬ নং স্মারক মোতাবেক ফৌজদারহাট নার্সিং খলেজ, চট্টগ্রামের দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পোস্ট বেসিক বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের অনুকূলে ০১.০৭.২০১৯ হতে  ৩০.০৬.২০২১ খ্রি. পর্যন্ত দুই বছরের সংযুক্তি আদেশ প্রদান করা কোভিড-১৯ জনিত শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় যথাসময়ে কোর্স সম্পন্ন হয়নি এবং শিক্ষার্থীগণ অদ্যাবধি অধ্যয়নরত আছেন। উল্লেখ্য,চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের “নাসিং অনুষদ” এর ২৬/১০/২২ তারিখের আলোচনা সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর জন্য ১১/১২/২০২২ তারিখ নির্ধারণ করা হয়েছে। বিধায়, নিম্নবর্ণিত শিক্ষার্থীদের সংযুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য অধ্যক্ষ, ফৌজদারহাট নার্সিং কলেজ,চট্টগ্রাম পত্র প্রেরণ করেছেন।’

এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীগণের দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্নের লক্ষ্যে আগামী ৩১.১২.২০২২ তারিখ পর্যন্ত সংযুক্তি আদেশ নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।’

নোটিসটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত