২৭ নভেম্বর, ২০২২ ১০:১০ পিএম
না ফেরার দেশে ডা. সাইফুল ইসলাম কাঞ্চন

অধ্যাপক ডা. সাইফুল ইসলাম কাঞ্চন।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম কাঞ্চন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রামে মারা যান তিনি।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ডা. সাইফুল ইসলাম কাঞ্চন একজন ভালো চিকিৎসক এবং ভালো সংগঠক ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মারা যান। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।’
ডা. সাইফুল ইসলাম কাঞ্চনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
