চিকিৎসকদের শপথ স্মরণে রাখার আহ্বান অধ্যাপক প্রাণ গোপাল দত্তের

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের হিপোক্রেটিস শপথ স্মরণে রাখার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রখ্যাত নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
আজ রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে স্লিপ অ্যাপনিয়া বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটি কথা শুনতে পাই যে, শুধু চিকিৎসকরা ইথিকস মানে না এবং তাঁরা হিপোক্রেটিস শপথ মানে না। প্রত্যেকটি পেশায় শপথ আছে। পুলিশ, সেনাবাহিনী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও শপথ গ্রহণ করেন। কিন্তু অন্য পেশার কেউ শপথ ভঙ্গ করলে, সেটা নিয়ে সমালোচনা হয় না। বদনাম শুধু চিকিৎসকদের। সুতরাং এ বিষয়ে আমাদের আরেকটু সতর্ক হতে হবে, যেন কেউ বলতে না পারে যে, আমরা শপথ ভঙ্গ করছি।’
তিনি বলেন, ‘আমাদের একটি জিনিস বিবেচনায় আনতে হবে, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে কতটুকু উন্নতি হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদে সম্মেলনে আপনারা লক্ষ্য করেছেন যে, চিকিৎসকদের সহযোগিতা নিয়ে কীভাবে অসাধ্যকে সাধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার।’
বিএসএমএমইউ সাবেক ভিসি বলেন, ‘আমরা চিকিৎসকরা এ দেশের মানুষের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছি। সুতরাং এটা আমাদের ধরে রাখতে হবে। চিকিৎসকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান দিয়েছেন, সেই সম্মান যেন কখনো ক্ষুণ্ন না হয়। বরং এ সম্মান আরও কীভাবে বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
তিনি বলেন, ‘চিকিৎসকদের মনে করতে হবে হাসপাতালগুলো একটি উপাসনালয়। আমরা সেখানে শুধু উপসনা করতে যাচ্ছি। রোগীরা আমাদের অতিথি।’
