স্বাচিপের নতুন নেতৃত্বকে এফডিএসআর’র অভিনন্দন

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে অভিনন্দন জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।
আজ শনিবার (২৬ নভেম্বর) এফডিএসআর’র দপ্তর সম্পাদক ডা. রশিদুল হক রানা গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এফডিএসআরের পক্ষ থেকে আমরা নবগঠিত কমিটির সভাপতি ডা. জামালউদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসানকে অভিনন্দন জানাচ্ছি।’
এতে আরও বলা হয়েছে, ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম সম্মেলনে শীর্ষ নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এফডিএসআরের পক্ষ থেকে এই পরিবর্তনকে স্বাগত জানাই। আমরা আশা করি, এই পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিনের গতানুগতিক ধারার পেশাগত রাজনীতিরও পরিবর্তন ঘটবে।’
স্বাচিপের নতুন নেতৃত্ব সুবিচার ও পক্ষপাতহীন দুর্নীতিমুক্ত সংগঠন গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনার মনোনয়নের সম্মান রক্ষা করবে। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যদর্শন বাস্তবায়নে তাঁরা কার্যকর ভূমিকা পালন করবে প্রত্যাশা করেন এফডিএসআর।
-
২৫ নভেম্বর, ২০২২
