করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৩

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে কারো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন।
আজ বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮৩টি চলমান পরীক্ষাগারে তিন হাজার ৭৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় তিন হাজার ৭৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৪৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৯ লাখ ৫৭ হাজার ৭১৮টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ ২১ হাজার ৭১৯ টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
-
১৬ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ জুন, ২০২৩
-
২৪ জুন, ২০২৩
-
০৫ জুন, ২০২৩
-
১৬ এপ্রিল, ২০২৩
-
১৬ ডিসেম্বর, ২০২২
-
২৮ সেপ্টেম্বর, ২০২২
-
১৫ সেপ্টেম্বর, ২০২২
-
৩১ অগাস্ট, ২০২২
-
১৭ জুন, ২০২২
