‘এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ২৩ নভেম্বর’

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগামী ২৩ নভেম্বর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ।
আজ সোমবার (২১ নভেম্বর) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক বলেন, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা এবং দিন-ক্ষণ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সকল অংশীজনদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। সেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’
এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এমবিবিএস ভর্তি পরীক্ষা এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও গত দুই বছর আমরা সবার আগে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করে আসছি। এবার পরীক্ষা এগিয়ে নিয়ে আসার বিষয়ে আমার ব্যক্তিগত ভাবনা আছে। তবে এ বিষয়ে কারও একার সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য না। তাই আহুত সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’
গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী।
চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এর মধ্যে ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।
সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ছিল ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।
মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯২.৫। তিনি খুলনা মেডিকে কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষায় শীর্ষ দ্বিতীয় মেধাবীর স্থান দখল করেন রাজশাহী কলেজের আব্দুল্লাহ। তার স্কোর ছিল ৯১.৫।
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২৩ জানুয়ারী, ২০২৩
-
১৯ ডিসেম্বর, ২০২২
-
১২ ডিসেম্বর, ২০২২
-
২৩ নভেম্বর, ২০২২
-
২১ নভেম্বর, ২০২২
-
২৯ এপ্রিল, ২০২২
-
০৬ এপ্রিল, ২০২২