‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ ফ্রি দিচ্ছি’

মেডিভয়েস রিপোর্ট: কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ বিনা পয়সায় দিয়ে দিচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা দিচ্ছি। মানুষ প্রাথমিক চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে পাচ্ছে। কবে কে করেছে বাংলাদেশের মানুষের জন্য এত কাজ? এতবার তো ক্ষমতায় ছিল সবাই। জিয়া, এরশাদ, খালেদা জিয়া মানুষের কল্যাণে তারা তো কখনো করেনি! করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগই করে।’
তিনি বলেন, বিশেষ বিমান পাঠিয়ে করোনার টিকা কিনে এনেছি। চিকিৎসায় হাসপাতাল ডেডিকেটেড করেছি। বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করেছি। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পরিবার থেকে আলাদা করে বাসা ভাড়া করে রেখেছি, যেন তারাও অসুস্থ না হয় এবং পরিবারও আক্রান্ত না হয়। ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দেওয়ায় তাদের আলাদা করে একটা ভাতা দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘হাজার হাজার মানুষের চিকিৎসা বিনা পয়সা করে দিয়েছি। সেখানে টাকা খরচ হয়নি?’
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সরকারের অর্থ ব্যয়ের তথ্যও তুলে ধরে তিনি বলেন, ‘সব আমরা বিনা পয়সায় নিজেদের টাকায় দিয়েছি। প্রতিটা টাকা খরচ করেছি মানুষের জন্য। পানির মতো আমরা টাকা খরচ করেছি। এখানে কখন কোন নিয়ম মেনে করতে হবে, অত দেখার সময় আমাদের নাই। এটা জরুরি যে, আমাদের ওষুধ কিনতে হবে।’