১৭ নভেম্বর, ২০২২ ০৮:১৪ পিএম

নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার দিবসে সাইকেল র‍্যালি

নারায়ণগঞ্জে প্যালিয়েটিভ কেয়ার দিবসে সাইকেল র‍্যালি
মমতাময় নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জে বিশ্ব হসপিস প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২২-উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালি এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মমতাময় নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে সকালে ৮০ জনের বেশি সাইক্লিস্ট নিয়ে র‍্যালিটি চাষাড়া হয়ে রাসেল পার্কে গিয়ে শেষ হয়। এ ছাড়া প্রায় ১৫০ জন কমিউনিটি সেচ্ছাসেবক পদযাত্রায় অংশ গ্রহণ করেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা.আ.ফ.ম. মুশিউর রহমান র‍্যালির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া। র‍্যালিটির সাইক্লিং পার্টনার হিসেবে ছিল নারায়ণগঞ্জ সাইক্লিস্ট কমিউনিটি। 

এ বছর প্যালিয়েটিভ কেয়ার দিবসের প্রতিপাদ্য হচ্ছে Healing Hearts and Communities ‘হৃদয়ের ক্ষত নিরাময় এবং জনসমাজ।’ 

এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল-সমাজের তরুণদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের মাঝে নিরাময় অযোগ্য রোগী ও তাদের পরিবারের জন্য প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সচেতনতা তৈরি করা।

প্রসঙ্গত, মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সহায়তায় বন্দর এবং সিটি করপোরেশনের ভেতর নিরাময় অযোগ্য রোগীদের প্যালিয়েটিভ কেয়ার প্রদানের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠানসমূহ হচ্ছে-আয়াত এডুকেশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এবং সেন্ট ক্রিস্টোফার হসপিস (ইউকে)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক