১৭ নভেম্বর, ২০২২ ১২:০২ পিএম

‘প্যালিয়েটিভ কেয়ারকে সর্বত্র ছড়িয়ে দিতে গুরুত্ব দিচ্ছে সরকার’

‘প্যালিয়েটিভ কেয়ারকে সর্বত্র ছড়িয়ে দিতে গুরুত্ব দিচ্ছে সরকার’
সরকার প্যালিয়েটিভ কেয়ার সেবাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের বয়স্ক নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার এ সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: প্যালিয়েটিভ কেয়ারকে স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তি করা ছাড়াও এ সেবাকে সর্বত্র ছড়িয়ে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়াত এডুকেশন আয়োজিত ‘প্যালিয়েটিভ কেয়ার স্কিলস ইন প্র্যাক্টিস’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার প্যালিয়েটিভ কেয়ার সেবাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। দেশের বয়স্ক নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার এ সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতে বৃহৎ পরিসরে প্যালিয়েটিভ কেয়ার সেবা প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের যথেষ্ট সাপোর্ট রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্যালিয়েটিভ কেয়ার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক