১২ নভেম্বর, ২০২২ ০৭:২০ পিএম

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম আর নেই 

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম আর নেই 
ক্যান্সার আক্রান্ত হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম মারা গেছেন। আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন।

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার আক্রান্ত হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শামসুল আলম মারা গেছেন। আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এই চিকিৎসক রাজধানীর এভার কেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। 

ডা. শামসুল আলমের মৃত্যুর তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. মোস্তফা জামান।

তিনি বলেন, ডা. শামসুল আলম আমার বন্ধু ছিল। কয়েক বছর ধরেই হেপাটিক মেটাস্টাটিক ক্যান্সারে ভুগছিলেন। এর আগে গত ২ জুন ক্যান্সার আক্রান্ত এই চিকিৎসক নিজেই সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

ডা. এস. এম. মোস্তফা জামান বলেন, এই অমায়িক বন্ধুবৎসল মানুষটির সঙ্গে আর কখনো দেখা হবেনা, কথা হবেনা। এভারকেয়ার হাসপাতালে গেলে তার অসাধারণ আতিথেয়তায় আর মুগ্ধ হব না। যেখানেই থাকুক ভালো থাকুক। মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুণ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক