শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং জাতীয় সংসদের চীপ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপজেলা স্বাস্থ্য সেবার কয়েকটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্যসেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্বাস্থ্যসেবার নানা অনিয়ম নিয়ে মন্ত্রীর সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন চিফ হুইপ। তিনি বলেন, ‘দুপুর হলেই চিকিৎসকরা ক্লিনিকে চলে যান। ডেপুটেশনে ঢাকায় থেকে ডাক্তারি করবেন আর শিবচর থেকে বেতন নেবেন, এটা হতে পারে না। এটা দুর্নীতি এবং সংশ্লিষ্টদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।’
এ দিন স্বাস্থ্যমন্ত্রী শিবচরের সন্ন্যাসীরচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার উদ্বোধন ও জেনারেল হাসপাতাল নির্মাণের জমি পরিদর্শন, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র ২০ শয্যায় উন্নীতকরণের কাজ উদ্বোধন, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি উদ্বোধন, নির্মাণাধীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ পরিদর্শনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।