০৫ নভেম্বর, ২০২২ ০৮:০৭ পিএম

বিএসএমএমইউতে শিগগিরই রোবটিক সার্জারি চালু: অধ্যাপক শারফুদ্দিন

বিএসএমএমইউতে শিগগিরই রোবটিক সার্জারি চালু: অধ্যাপক শারফুদ্দিন
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্বের সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিগগিরই রোবটিক সার্জারি চালু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজ শনিবার (৫ নভেম্বর) বিএসএমএমইউতে ৫ম জাতীয় ল্যারিংগোলজি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি চালুর কার্যক্রম চলমান রয়েছে। ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টও যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। সবমিলিয়ে বিএসএমএমইউয়ে উন্নত সেবা নিশ্চিত করতে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

ভিসি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের সুবিধার্থে ও বিশেষ বিশেষ সার্জারি এবং বিশেষ বিশেষ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালের দরজা উন্মুক্ত রাখা হবে। যাতে করে সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ, অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ শিক্ষকগণকেও কাজে লাগানো যায় সেটা বিবেচনা করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ একটি স্বাধীন দেশ গঠনে বিরাট অবদান রেখেছে। জীবনের জন্য স্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর ঠিক না থাকলে চাকরি, বিবাহসহ নানা বিষয়ে বাধার সম্মুখীন হতে হয়। অপরদিকে সুন্দর কণ্ঠ সহজেই মানুষকে মুগ্ধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বরযন্ত্রের সব ধরনের সমস্যা ও রোগের উন্নত চিকিৎসাসেবা রয়েছে।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সুন্দর কন্ঠ দিয়ে সহজেই মানুষের মন জয় করা যায়। তাই স্বরযন্ত্রের রোগ নিরাময় ও সমস্যাসমূহ দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের আধুনিক কলাকৌশল রপ্ত করার সঙ্গে সঙ্গে সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ জ্ঞান ও চিকিৎসেবা নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে এই কনফারেন্স জ্ঞান বিতরণ, বিনিময় ও আদান প্রদানে বিরাট অবদান রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যারিংগোলোজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক  ডা. কামরুল হাসান তরফদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এসএম খোরশেদ আলম মজুমদার প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক