দেশে রাতকানা রোগীর সংখ্যা কমেছে: বিএসএমএমইউ ভিসি

মেডিভয়েস রিপোর্ট: সরকারের ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচির কারণে দেশে রাতকানা রোগীর সংখ্যা তিনভাগের একভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৫ নভেম্বর) অপুষ্টি বিষয়ক এক প্রি-কনফারেন্সের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকারের ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচির কারণে দেশে রাতকানা রোগীর সংখ্যা তিনভাগের একভাগে নেমে এসেছে।’
তিনি আরও বলেন, বর্তমান শিশুদেরও গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল বিভিন্ন রোগ হতে পারে। শিশুদের এই ধরণের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিএসএমএমইউতে এই রোগের উন্নত চিকিৎসাসেবা রয়েছে। সুপার স্পেশালাইডজ হাসপাতালেও শিশুদের এধরণের রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে ‘
চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণায় জোর দিতে হবে জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সমন্বিত গবেষণা কর্মসূচির মোট বরাদ্দের ২০ শতাংশ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা পেয়েছেন। আগামীতে এটা ৩০ শতাংশে উন্নীত হবে বলে আশা করছি।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান প্রমুখ।