মৃত্যুহীন দিনে ১৮৩ জনের দেহে করোনা শনাক্ত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৪ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন।
আজ বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮২টি চলমান পরীক্ষাগারে তিন হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় তিন হাজার ৮০২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৫০ লাখ ১০ হাজার ৮৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৯ লাখ পাঁচ হাজার ৩৯২টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ পাঁচ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৫৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪২৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৭৯ জন ও নারী ১০ হাজার ৬৪৫ জন।
-
২১ মার্চ, ২০২৩
-
১৬ মার্চ, ২০২৩
-
১৫ মার্চ, ২০২৩
-
০৭ মার্চ, ২০২৩
-
০২ মার্চ, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৩