স্ট্রোক দিবস: সচেতনতায় মমেকে নানা কর্মসূচি

মেডিভয়েস রিপোর্ট: স্ট্রোক দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নিউরোলজি বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৯ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হৃদরোগ প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য ক্যাম্পাসে গত ২৯ অক্টোবর বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মমেকের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তরা।
পর দিন রোববার (৩০ অক্টোবর) স্ট্রোক ক্লিনিক ও সচেতনতামূলক পরামর্শ অডিও ভিজ্যুয়ালরূপে পরিবেশনা ও লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হান্নান মিয়া, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মানবেন্দ্র ভট্টাচার্যসহ অন্যান্য চিকিৎসকরা। এ সময় অন্যান্য বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।