২৭ অক্টোবর, ২০২২ ০১:২৩ পিএম

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছত্রাকের তালিকা প্রকাশ ডব্লিউএইচও’র

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছত্রাকের তালিকা প্রকাশ ডব্লিউএইচও’র
বিশ্বব্যাপী বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাকের মধ্যে কোনগুলো কতটা বিপজ্জনক, মূলত তা চিহ্নিত করতেই তালিকাটি তৈরি করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ছত্রাকের তালিকার প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তালিকার নাম ‘ফাঙ্গাল প্রায়োরিটি প্যাথোজেন লিস্ট’ (এফপিপিএল)।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে করা গবেষণার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। বিশ্বব্যাপী বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাকের মধ্যে কোনগুলো কতটা বিপজ্জনক, মূলত তা চিহ্নিত করতেই তালিকাটি তৈরি করা হয়েছে।

ছত্রাকগুলোকে তিন ভাগে ভাগ করেছে ডব্লিউএইচও। ক্রিটিকাল, হাই ও মিডিয়াম।

ক্রিটিকাল ছত্রাক হলো ক্যান্ডিডা অরিস। এই ছত্রাকের আক্রমণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাণ হারান অসংখ্য মানুষ। এই জীবাণুটির ওপর ওষুধের প্রভাব সীমিত। বিশেষ করে হাসপাতালগুলোতে ক্যান্ডিডা অরিসের প্রাদুর্ভাব অত্যন্ত প্রবল। এর পাশাপাশি এই তালিকায় আছে ক্রিপ্টোকোকাস নিওফরম্যানস, অ্যাসপারগিলাস ফিউমিগাটাস এবং ক্যান্ডিডা অ্যালবিকানস নামের ছত্রাক।

হাই তালিকায় আছে ক্যান্ডিডা পরিবারের অন্যান্য ও মিউকোরালেস গোষ্ঠীর ছত্রাক। এই মিউকোরালেস মিউকোরমাইকোসিস বা কৃষ্ণ ছত্রাক সৃষ্টি করে। কোভিডকালে যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা গিয়েছিল, এটা সেই গোষ্ঠীরই।

মিডিয়ামের তালিকায় রয়েছে কক্কাইডিয়োইডেস এসপিপি, ক্রিপ্টোকোকাস গাট্টিসহ বেশ কয়েক ধরনের ছত্রাক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও