১৯ অক্টোবর, ২০২২ ০৯:০৮ পিএম

স্বাস্থ্যের ৪২ কর্মকর্তার নাম সংশোধন 

স্বাস্থ্যের ৪২ কর্মকর্তার নাম সংশোধন 
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

মেডিভয়েস রিপোর্ট: এডহক ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত ৪২ কর্মকর্তার নামের বানান/কোড নম্বর সংশোধন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-২ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারিকৃত এডহক কর্মকর্তাদের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্তকরণ প্রজ্ঞাপনে নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের বানান/কোড নম্বর নিম্নোক্তভাবে সংশোধন করা হলো।,

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন/এমআইএস), অধ্যক্ষ/পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত