১৮ অক্টোবর, ২০২২ ০৪:২৯ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শেখ রাসেল’র জন্মদিন পালন 

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে শেখ রাসেল’র জন্মদিন পালন 
অধিদপ্তরের মহাপরিচালক রাশেদা আকতার (অতিরিক্ত সচিব) বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে আমরা একজন মহানুভব মানুষ ও আদর্শ নেতা পেতাম।

মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‍আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক‍’ প্রতিপাদ্যে বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালন করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক রাশেদা আকতার (অতিরিক্ত সচিব) বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে আমরা একজন মহানুভব মানুষ ও আদর্শ নেতা পেতাম। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে শেখ রাসেল সোনার বাংলা গড়ে তুলতে পারতো।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে আলোচনায় অংশ নেন অধিদপ্তরের নার্সিং কর্মকর্তাবৃন্দ। এছাড়া সারাদেশের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন সকল নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত