মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে পরিবার পরিকল্পনার ৫০০ কেন্দ্র

মেডিভয়েস রিপোর্ট: স্বাভাবিক প্রসব সেবা প্রদানের লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাভুক্ত প্রতি উপজেলায় একটি ইউনিয়নকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এ কর্মসূচির আওতায় অধিদপ্তরাধীন ৩ হাজার ৩৬৪টি ইউনিয়ন হতে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন’ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, এমপি। বিশেষ অতিথি হিসেবে আছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও জানানো হয়, ‘দেশে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫০০০-৩৫০০০ হাজার জনসাধারণের বাস। বিশেষ করে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী এখানে বাস করে। এসব জনগোষ্ঠীর মধ্যে মা, নবজাতক ও শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। এ পরিপ্রেক্ষিতে জনগণের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সেবাকেন্দ্র হতে ২৪/৭ স্বাভাবিক প্রসবসেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি উপজেলা হতে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩৩৬৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।’