অসহায় রোগীদের সহায়তায় রাঙ্গামেকহা ইচিপের ‘দরিদ্র তহবিল’ কার্যক্রম

মেডিভয়েস রিপোর্ট: দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তায় ‘দরিদ্র তহবিল’ কার্যক্রম শুরু করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের (রাঙ্গামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ। রাঙ্গামেকহার প্রথম ইন্টার্ন ব্যাচ ডা. সজিব-ডা. তুষার কার্যকরী পরিষদের (২০২১-২২) উদ্যোগ এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানতে চাইলে নেতৃত্ববৃন্দ বলেন, ‘শুরুতে অসংখ্য বাঁধা-বিপত্তি আসলেও আমরা দমে যাইনি, কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিজে একটা ভালো করতে না পারলেও ভালো কাজে বাঁধা দিবে, এমন মানুষকে ডিঙ্গিয়ে আজকের অবস্থানে এসেছি আমরা।’
তারা জানায়, ‘এখন পর্যন্ত তহবিল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো অসংখ্য জরুরি রোগীকে অ্যাম্বুলেন্স ভাড়া প্রদান করা হয়েছে। সেইসাথে হাত খরচ ও হাসপাতালে ভর্তি অনেক দরিদ্র রোগীকে আর্থিক সাহায্য প্রদান, ওষুধ বিতরণ এবং রাঙ্গামাটিতে দুষ্প্রাপ্য অনেক জীবন রক্ষাকারী ওষুধ প্রদান করা হয়েছে এই তহবিল থেকে।’
তারাও জানায়, ‘রাঙ্গামাটিবাসী আগে কখনও কল্পনাই করেনি, বর্তমানে রোগীদের জীবন রক্ষায় দরিদ্র তহবিল থেকে যেসব সামগ্রী প্রদান করা হচ্ছে। দুদিন আগেও এক মৃতপ্রায় রোগীকে রাত ২ টায় এই তহবিল থেকে নোরাড্রেনালিন ইনজেকশন প্রদান করে সুস্থ করে তোলা হয়েছে।’
চিকিৎসকরা জানায়, ‘হাসপাতালে সাপ্লাই শেষ হওয়া ওষুধ প্রদান ও শিশু ওয়ার্ডে অসংখ্য সিরাপ, সাপোজিটরি, এনজি টিউব ইত্যাদি আমরা রোগীকে প্রদান করেছি। আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করছি, এই তহবিলকে আরও সমৃদ্ধ করার জন্য।’
আবদুল আলীম নামের একজন রোগী বলেন, ‘আমি দিনমজুর। ডাক্তার সাহেবদের কাছ থেকে এই দামি ওষুধের সাহায্য না পেলে,আমার দ্বারা চিকিৎসা চালানো সম্ভব হতো না। আল্লাহ তাদের বড় ডাক্তার বানাক।’
বিকাশ চাকমা নামের আরও এক রোগীর অভিভাবক বলেন, ‘হাসপাতালে আমার গুরুতর অসুস্থ স্ত্রীকে ভর্তি করিয়েছি ৷ ল্যাবের পরীক্ষা ও ওষুধ কেনার টাকা ডাক্তার বাবুরা না দিলে আমাকে মানুষের কাছে হাত পাততে হতো। সৃষ্টিকর্তা তাদের অনেক বড় করুক।’
-
১৩ সেপ্টেম্বর, ২০২৩
-
১৬ অক্টোবর, ২০২২
-
০৬ সেপ্টেম্বর, ২০২২
-
১৬ জুলাই, ২০২১