১৩ অক্টোবর, ২০২২ ০২:২১ পিএম

চাকরিতে নিয়মিত হলেন ৭৪৩ সিনিয়র স্টাফ নার্স

চাকরিতে নিয়মিত হলেন ৭৪৩ সিনিয়র স্টাফ নার্স
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ৭৪৩ জন সিনিয়র স্টাফ নার্সকে চাকরিতে নিয়মিতকরণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (নার্সিং সেবা-১ শাখা) উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের ২৫ সেপ্টেস্বরের ৮০.১০৭.০৩২,০০,০০৭,২০১৬ (অংশ-১)-৫৪২ নম্বর স্মারকে সুপারিশকৃত স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০১৩ সালের এডহক ভিত্তিতে নিয়োগকৃত উল্লিখিত ৭৪৩ জন সিনিয়র স্টাফ নার্সের চাকরি নির্দেশক্রমে নিয়মিতকরণ করা হলো।’

‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত