১০ অক্টোবর, ২০২২ ১২:৩১ পিএম

এমডি-এমএস ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর

এমডি-এমএস ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর
এ কোর্সের অ্যাকাডেমিক সেশন শুরু হবে আগামী ১ মার্চ ২০২৩। 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগাম মার্চ ২০২৩ এমডি ও এমএসের ফেজ-এতে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ কোর্সের অ্যাকাডেমিক সেশন শুরু হবে আগামী ১ মার্চ ২০২৩। 

আজ সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে। 

ভর্তি ফি ও আদায়ের পদ্ধতি

ছয় হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবপস্থাপনা ও বিবিধ ফান্ড অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখা ও রূপালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। ১২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা

এতে আরও বলা হয়েছে, ১৩ অক্টোবর থেকে ১৫ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

লিখিত পরীক্ষা

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত