০৮ অক্টোবর, ২০২২ ০৯:৩২ পিএম

বৈশ্বিক জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় লংগেস্ট সী বিচে বিএমএসএস

বৈশ্বিক জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় লংগেস্ট সী বিচে বিএমএসএস
গত ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর কক্সবাজারের সমুদ্র সৈকতে তিন দিন ব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটির স্ট্যান্ডিং কমিটি অব হিউম্যান রাইটস অ্যান্ড পিসের (SCORP) উদ্যোগে ‘ক্লিন অ্যান্ড সেরিন: লিভ নো ট্রেস’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর কক্সবাজারের সমুদ্র সৈকতে তিন দিন ব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সংগঠনটি সৈকতের বর্জ্য নিষ্কাশন এবং সমুদ্রতীরবর্তী অঞ্চলের পরিচ্ছন্নতা অভিযান চালায়। সেইসাথে স্থানীয় এনজিও কর্মসূচিটিতে অংশগ্রহণ করেন সংগঠনটির কর্মীরা।

জানতে চাইলে বিএমএসএসের সদস্যরা বলেন, ‘স্থানীয়দের মাঝে সমুদ্র ও সমুদ্রতীরবর্তী এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। সেইসাথে আলোচনার মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন রোগের বিস্তার সম্পর্কে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত আগ্রহের সাথে আমাদের কথাগুলো শুনেছেন এবং তাদের নিজেদের মূল্যবান মতামত দিয়েছে।’

তারা আরও জানায়, ‘এই কর্মসূচির মাধ্যমে উপকূলবর্তী এলাকায় বিভিন্ন ধরনের ঔষধী গাছ লাগানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় ভূমিক্ষয় এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বনায়নের অংশ হিসেবে উক্ত কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমি পালন করবে বলে আশা করা যায়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএসএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক