গ্রাম্য চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: এখন থেকে গ্রাম্য চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘অনেক গ্রাম্য চিকিৎসক আছে, যাদের সার্টিফিকেট বা যোগ্যতা নেই, অথচ তারা অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করে। এটি এখন থেকে আর হতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘গ্রাম্য চিকিৎসকদের মধ্যে যাদের কোনো সার্টিফিকেট নেই ও যোগ্যতাও নেই। তাদের ক্ষেত্রে আমরা কঠোর অবস্থান নিয়েছি। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকের বিষয়েও আমরা কঠোর। সেইসাথে যারা গ্রামে চিকিৎসা দেয়, কিন্তু চিকিৎসা দেওয়ার কোনো শিক্ষা নেই, সার্টিফিকেট নেই, যোগ্যতা নেই, তাদেরকে আমরা চিকিৎসা দিতে দিব না।’
বেসরকারি হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার যে ফি আছে, সেটা আমরা আলোচনা করে নির্ধারণ করে দেওয়ার চেষ্টা আছি আমরা। কোনো কোনো হাসপাতালে দেখা যায় একটি বিশেষ পরীক্ষার ফি ১০ হাজার টাকা, আবার ওই পরীক্ষার জন্য অন্য হাসপাতালে ৫০ হাজার টাকা। এই যে, বিরাট বৈষম্য, এটা আমরা দূর করতে চাচ্ছি। জনগণ যাতে প্রতারিত না হয়, সঠিক চিকিৎসা পায়। আর সঠিক চিকিৎসার জন্য যাতে বাড়তি মূল্য দিতে না হয় সেই চেষ্টায় আছি।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়ণের মাধ্যমে বিদেশ চিকিৎসা নিতে যাওয়া কমাতে হবে। এখনও অনেক লোক বিদেশ চিকিৎসা নিতে যায়। আমাদের কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা ব্যয়, সেটাও আশা করি আগামী কমে যাবে। কয়েক বিলিয়ন ডলার বিদেশ চলে যায় শুধু চিকিৎসা নেওয়ার জন্য। আমরা স্বাস্থ্যসেবা আরও ভালো করতে পারলে মানুষ বিদেশ যাবে না। এই টাকাগুলো দেশেই থেকে যাবে।’
-
২০ ঘন্টা আগে
-
১৬ মার্চ, ২০২৩
-
১৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ক্যান্সার আক্রান্ত শিশু আদিবের মায়ের অসহায়ত্ব
‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, এখন খুবই দুশ্চিন্তা হয়’
-
১৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৩