আবারো করোনা আক্রান্ত মেয়র আতিক

মেডিভয়েস রিপোর্ট: তৃতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই।
ডিএনসিসি মেয়র তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরা সহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।
প্রসঙ্গত, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালে ১লা ফেব্রুয়ারীতে আবারও দ্বিতীয়বারের মতো স্বপরিবারে করোনায় আক্রান্ত হন তিনি।