০২ অক্টোবর, ২০২২ ০৩:০৫ পিএম

বিএসএমএমইউ ভিসির মা হোসনে আরা বেগম আর নেই

বিএসএমএমইউ ভিসির মা হোসনে আরা বেগম আর নেই
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান।

মেডিভয়েস রিপোর্ট: বাধক্যজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মা হোসনে আরা বেগম।

আজ রোববার (২ অক্টোবর) দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহবুব।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ তাঁর চতুর্থ সন্তান।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে বিএসএমএমইউ পরিবার। সেইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গোপালগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক