১৫ সেপ্টেম্বর, ২০২২ ০৩:৪৩ পিএম

করোনায় আক্রান্ত সিইসি 

করোনায় আক্রান্ত সিইসি 
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তাঁর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এর আগে সকালে সিইসি নিজেই নির্বাচন কমিশনারদের তাঁর করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান।

হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল।

এতে জানানো হয়, অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তাঁর অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক