১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৪৬ পিএম

এসেনসিয়াল ড্রাগস’র প্রকল্প পরিচালক হলেন সাইফুল্লাহিল আজম

এসেনসিয়াল ড্রাগস’র প্রকল্প পরিচালক হলেন সাইফুল্লাহিল আজম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

মেডিভয়েস রিপোর্ট: এসেনসিয়াল ড্রাগস’র মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম। 

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সংস্থান অনুযায়ী প্রকল্প পরিচালক হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সাইফুল্লাহিল আজম (পরিচিতি নং-৬০৮৬)- কে নিয়োগ করা হলো।’ 

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে  জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
 

  এই বিভাগের সর্বাধিক পঠিত