০৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৯ এএম

ক্যারিঅন পুনর্বহাল ও জিপিএ বাতিলের দাবিতে রাঙ্গামাটি মেডিকেলের বিক্ষোভ

ক্যারিঅন পুনর্বহাল ও জিপিএ বাতিলের দাবিতে রাঙ্গামাটি মেডিকেলের বিক্ষোভ
এ সময় মেডিকেল শিক্ষার্থীদের হাতে নানা লেখা সংবলিত প্লে-কার্ড ও ফেস্টুন দেখা গেছে। ফেস্টুনে লেখা ছিল, ‘ডাক্তারদের মাঝে বিভেদ নয় ক্যারিঅন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই’।

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন বাতিল ও জিপিএ চালুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টম্বর) দুপুরে সাড়ে ১২টায় মেডিকেল কলেজ প্রাঙ্গনে এ প্রতিবাদ শুরু হয়ে চলে দুইটা পর্যন্ত।

এ সময় মেডিকেল শিক্ষার্থীদের হাতে নানা লেখা সংবলিত প্লে-কার্ড ও ফেস্টুন দেখা গেছে। ফেস্টুনে লেখা ছিল, ‘ডাক্তারদের মাঝে বিভেদ নয় ক্যারিঅন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই’’, ‘ক্যারিঅন বাতিল হলে বেড়ে যাবে হতাশা’, ‘ক্যারিঅন বহাল চাই’, ‘সিজিপিএ বিভাজন তৈরি করবে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে’।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক