ছাত্রীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন

মেডিভয়েস রিপোর্ট: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি ট্রাইব্যুনাল।
আজ বুধবার (২৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুন অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় ডা. সালাউদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। ট্রাইব্যুনাল মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করে।
এর আগে গত ২২ ডিসেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলেজের শেষ বর্ষের ওই ছাত্রী।
জিডিতে শিক্ষার্থী অভিযোগ করেন, ‘পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে শিক্ষার্থী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন অভিযুক্ত ওই শিক্ষক।’
এ ঘটনায় মামলা দায়েরের পর গত বছরের ২৯ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
গত ৩১ জানুয়ারি রমনা থানার উপ-পরিদর্শক সালমান রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা ড. সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।