২৩ অগাস্ট, ২০২২ ০৩:২২ পিএম

মেডিকেলে বাড়ছে না সাপ্তাহিক ছুটি

মেডিকেলে বাড়ছে না সাপ্তাহিক ছুটি

মেডিভয়েস রিপোর্ট: জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় মেডিকেল কলেজগুলোতে সাপ্তাহিক ছুটি বাড়ছে না। পূর্বের মতোই দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে এক দিন ছুটির বিধান চালু থাকবে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু বিকাল সোয়া তিনটার দিকে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত, সেজন্য আগের মতোই চলবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি একদিন ছুটি বলবৎ থাকবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে দুই দিন সাপ্তাহিক ছুটি প্রযোজ্য হবে না। সচিব মহোদয় আমাকে এমন তথ্যই দিয়েছেন।’

স্বাস্থ্য শিক্ষার ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দই ক্লাসের পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন, সেহেতু দুই দিন ছুটি হলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সে কারণে সাপ্তাহিক ছুটি এক দিনই থাকছে।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির মেডিভয়েসকে বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন হলে টেকনিক্যাল অনেক সমস্যা দেখা দেবে। এর অন্যতম হলো: মেডিকেলের অধ্যাপকগণ কলেজের স্টাফ। তারা হাসপাতালেও চিকিৎসা সেবা দেন। ধরেন, একজন রোগী বৃহস্পতিবার ভর্তি হলো। শুক্রবার বড় চিকিৎসকের ছুটি, শনিবারও তিনি অনুপস্থিত। এ অবস্থায় দীর্ঘ সময়ের জন্য একজন জুনিয়র চিকিৎসকের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়েছে পড়বে। দেখা গেলো, জরুরি ভিত্তিতে রোগীর অস্ত্রোপচার দরকার। এ অবস্থায় হাসপাতাল যদি সিনিয়র শূন্য হয়, তাহলে রোগীর বিরাট সমস্যা দেখা দেবে। রোগী তো আপনি-আপনি যে কেউই হতে পারেন।’

এর আগে সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

তিনি বলেন, কবে থেকে তা কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় দ্রুতই প্রজ্ঞাপন দেবে।

এর পর থেকে মেডিকেলে সপ্তাহে দুই দিন ছুটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সংখ্যক চিকিৎসক-শিক্ষার্থী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই দিন ছুটি চেয়ে এর যৌক্তিকতা তুলে ধরেন। তবে তাঁদের একটি অংশ দুই দিন সাপ্তাহিক ছুটি মেডিকেল শিক্ষায় ক্ষতি ডেকে আনবে বলে মত দেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত