২৩ অগাস্ট, ২০২২ ০৩:১৩ পিএম

সৈয়দ নজরুলে ক্লাসে অনুপস্থিতিতে ৫শ’ টাকা জরিমানা

সৈয়দ নজরুলে ক্লাসে অনুপস্থিতিতে ৫শ’ টাকা জরিমানা
নোটিসে বলা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে পরবর্তী ক্লাস করার অনুমতি প্রদান করা হবে না।

মেডিভয়েস রিপোর্ট: ক্লাসে অনুপস্থিতি ঠেকাতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নস্বাক্ষরকারী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, কিছুসংখ্যক শিক্ষার্থী যথাযথ কর্তপক্ষের অনুমতি ব্যতিত সিডিউল মোতাবেক নিজেদের ইচ্ছেমত নির্ধারিত লেকচার ক্লাসে উপস্থিত হইতেছে না। ফলে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে বিঘ্নের সৃষ্টি হইতেছে।’ 

এতে আরও বলা হয়েছে, ‘এহেন অবস্থায়। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকিবে সেই সকল শিক্ষার্থীকে প্রতি ক্লাসে অনুপস্থিতির জন্য ৫০০ টাকা জরিমানা প্রদান করিতে হইবে। জরিমানা প্রদান করিতে ব্যর্থ হইলে পরবর্তী ক্লাস করার অনুমতি প্রদান করা হইবে না।’

‘এই আদেশ ০১ আগস্ট হইতে কার্যকর হইবে’, নোটিসে উল্লেখ করা হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত