২২ অগাস্ট, ২০২২ ১০:০৫ এএম
অধ্যাপক সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম মেডিভয়েসকে বলেন, আমরা তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
আজ সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
রোববার ডা. সেব্রিনা ফ্লোরার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে স্বাস্থ্য অধিদফতরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন